শিক্ষার্থীদের জন্য বিজ্ঞপ্তি:

১) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুসারে, তোমার ব্যক্তিগত ক্লাস কার্যক্রম (স্কুল পুনরায় চালু হওয়া) ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার থেকে শুরু হতে যাচ্ছে।
২) এই কারণে, খোলার দিনের আগে ভালভাবে প্রস্তুত হও।
৩) বিদ্যালয়ে আসার আগে, তোমাকে যথাযথ টার্ন-আউট (স্কুলের সঠিক পোশাক, চুলের সঠিক স্টাইল, পরিষ্কার জুতা, ছোট নখ ইত্যাদি) নিশ্চিত করতে হবে।
৪) বাড়ি থেকে বের হবার সময় তোমাকে (মাস্ক পরতে হবে ও একাধিক মাস্ক, রুমাল, টিস্যু ও নিরাপদ পানির বোতল সঙ্গে রাখতে হবে) সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি পালন করতে হবে।
৫) ক্লাস রুটিন এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য তোমাকে আগামীকাল শ্রেণিকক্ষে প্রদান করা হবে।
৬) ১ম, ২য়, ৪র্থ, ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের রুটিন যথাসময়ে দেয়া হবে। বিস্তারিত জানতে ভিজিট কর www.facebook.com/sscraj2013 ওয়েবসাইট: www.sscraj.com

বি.দ্র. আগামীকাল এস.এস.সি ২০২১, ১০ম শ্রেণি ২০২১ (পরীক্ষার্থী ২০২২), ৫ম শ্রেণি সকাল ১০ টায় এবং ৩য় শ্রেণি সকাল ৯.৩০ টায় বিদ্যালয়ে প্রবেশ করবে।

– অধ্যক্ষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *