কারিকুলাম

মানুষ সামাজিক জীব। শিক্ষা মানুষের মৌলিক চাহিদা। শিক্ষা ছাড়া ব্যক্তি সমাজ, দেশ জাতির কোন উন্নয়ন সম্ভব নয়। আর সে ক্ষেত্রে অবশ‌্যই তা সুশিক্ষা হতে হবে। সু-শিক্ষা সুনাগরিক তৈরিতে মুখ্য ভূমিকা রাখে। উন্নত বিশ্বের দিকে তাকালে দেখা যায়, যে দেশ যত সু-শিক্ষিত, সে দেশ তত উন্নত। সুশিক্ষা মানুষের শারিরীক, মানসিক ও বুদ্ধিবৃত্তির উন্নয়ন ঘটায়। সুতারং আমরা যদি আমাদের চির সবুজ উন্নয়ন ঘটায়। সুতরাং আমরা যদি আমাদের চিরসবুজ সোনার বাংলাকে বিশ্বসেরা করতে চাই, তাহলে আমাদের প্রত্যেক কে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আগামীর বিশ্ব সুশিক্ষার আলোয় আলোকিত হবে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরাও এগিয়ে যাব। পরিশেষে বলা যায়, সার্বিক উন্নয়নে সুশিক্ষার বিকল্প নাই।