নিয়োগ

আকর্ষণীয় বেতনে শিক্ষকতা করতে আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট হতে উল্লিখিত পদসমূহে আবেদন আহবান করা হচ্ছে।

বিষয়
১। সহকারি শিক্ষক : বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, জীববিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ইসলাম শিক্ষা, কৃষি শিক্ষা ও কমার্সের সকল বিষয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শারীরিক শিক্ষা, চারু ও কারুকলা।

শিক্ষাগত যোগ্যতা

সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি(মাস্টার্স পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীগণও আবেদন করতে পারবেন)। শিক্ষা জীবনের কোনো স্তরে ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের অগ্রাধিকার। ইসলাম শিক্ষায় কামিলসহ যে কোনো বিষয়ে মাস্টার্স।
সরকারি বিধি মোতাবেক (ডিপ্লোমা, বিপিএড, বিএফএ ডিগ্রি)।

২। কম্পিউটার অপারেটর।

শিক্ষাগত যোগ্যতা
ন্যূনতম এইচএসসি/সমমান পাশ।
কম্পিউটার অপারেটিংয়ে দক্ষ হতে হবে।

৩। পিয়ন, গার্ড, আয়া।

শিক্ষাগত যোগ্যতা
ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ।

আগ্রহী প্রার্থীদের স্বহস্তেলিখিত আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা ও নাগরিক সনদপত্রের ফটোকপি ৩ (তিন) কপি রঙিন ছবি এবং অধ্যক্ষ, শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের অনুকূলে ১নং পদের জন্য ৩০০ (তিনশত) টাকার ব্যাংক ড্রাফট/পে অর্ডার/নগদ টাকা রশিদের মাধ্যমে প্রদান করে আগামী ৭ ডিসেম্বর ২০১৬ তারিখের মধ্যে উপরোক্ত ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদনপত্রে ও খামের ওপর ফোন নম্বর, পদ ও বিষয়ের নাম উল্লেখ করতে হবে।

আগামী ৯ ডিসেম্বর ২০১৬ তারিখ শুক্রবার সকাল ৯:০০ টায় ১নং পদের সকল বিষয়ে ৫০ নম্বরের (অবতীর্ণ বিষয়-৩৫, বাংলা-৫, ইংরেজি-৫, সাধারণ জ্ঞান-৫) ১ ঘণ্টা ৩০ মিনিটের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার জন্য কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না।

২ ও ৩ নং পদের প্রার্থীদের আবেদনপত্র ৭ ডিসেম্বর ২০১৬ তারিখের মধ্যে পৌঁছাতে হবে। প্রার্থীদের নামে কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না। মৌখিক পরীক্ষার জন্য সময় জানিয়ে দেয়া হবে।

প্রার্থির অযোগ্যতা :
ভাষাগত দুর্বলতা, সক্রিয় রাজনীতি ও ধূমপান।
অসুন্দর হস্তাক্ষর ও যেকোনো ধরনের সুপারিশ।

মো. ইব্রাহীম হোসেন
অধ্যক্ষ

[contact-form-7 id=”289″ title=”Contact form 1″]