Day: May 2, 2024
লেশন প্লান (দ্বিতীয় সাময়িক) PDF ফাইল প্রকাশ প্রসঙ্গে
সকলের অবগুতর জন্য জানানো যাচ্ছে যে, সকল ক্লাসের লেশন প্লান PDFফাইল আকারে প্রকাশ করা হয়েছে। লেশন প্লান ডাউনলোড করতে নিচের লিংকটি ভিজিট করুন।
ধন্যবাদ
নোটিশ
৩১ মার্চ ২০১৯
এতদ্বারা শিক্ষার্র্থীদের জানানো যাচ্ছে যে, পাঠ পরিকল্পনা অনুযায়ী আগামী ০৭ এপ্রিল ২০১৯ রবিবার পর্যন্ত ক্লাস কার্যক্রম চলবে। ০৮ এপ্রিল ক্লাস সাসপেন্ড থাকবে। ০৯, ১০ ও ১১ এপ্রিল ১ম সাময়িক পরীক্ষাপূর্ব মডেল টেস্ট অনুষ্ঠিত হবে। সকল শিক্ষার্থীর জন্য মডেল টেস্টে অংশগ্রহণ করা বাধ্যতামূলক তবে মডেল টেস্টের জন্য ফি দিতে হবে না। এপ্রিলের ৩য় সপ্তাহের শেষ দিক থেকে ১ম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের উপস্থিতি ৯০% হতে হবে। এপ্রিল পর্যন্ত মাসিক বেতন, অনুপস্থিতির দিনগুলোতে জরিমানা প্রদান, পরিবহণ ফি (প্রযোজ্যক্ষেত্রে) ও পরীক্ষা ফি প্রদান করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। শিক্ষার্থীরা ০৬, ১০ ও ১৫ এপ্রিল দিনগুলোতে প্রতিষ্ঠানের পাওনা পরিশোধ করবে। উল্লেখিত দিন ছাড়া অন্য কোন দিনে প্রতিষ্ঠানের পাওনা গ্রহণ করা হবে না।
বি.দ্র. আগামীকাল মডেল টেস্টের রুটিন ও ১ম সাময়িক পরীক্ষার ফি এর পরিমাণ নোটিস আকারে জানানো হবে।