কিছু কথা


মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, জীবনযাত্রার মানোন্নয়ন ও মনুষ্যত্ব বিকাশে বাস্তবমুখী মানসম্পন্ন শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষার মাধ্যমে একদিকে শিক্ষার্থীর দৈহিক, মানসিক, নৈতিক ও ব্যক্তিত্বের বিকাশ সাধিত হয়। অন্যদিকে এই শিক্ষার ওপর ভিত্তি করেই রচিত হয় জাতিসত্ত্বার কাঠামো। কিন্তু আমাদের দেশে শিক্ষাব্যবস্থার আদর্শিক দৈন্য, নৈতিক দুর্বলতা, শিক্ষাবাণিজ্য, চাকচিক্যময় পরিবেশ অথচ অনুন্নত পাঠদানসহ নানাবিধ কারণে শিক্ষার্থীরা যুগোপযোগী শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। তাই জাতীয় উন্নতি ও সমৃদ্ধিকল্পে এই শিক্ষাব্যবস্থার উন্নতি ও সমৃদ্ধি সর্বাগ্রে জরুরি।

নোটিশ

শিক্ষার্থী ভর্তি তথ্য বিবরণী ২০২৬

  Posted on: December 4, 2025

নোটিশ, ২০-১০-২০২৫

  Posted on: October 23, 2025

নোটিশ, ৩০-০৯-২০২৫

  Posted on: September 30, 2025

অধ্যক্ষের কথা

বিশ্ব নাগরিক হওয়ার যোগ্যতা অর্জনই আমাদের প্রধান চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ জেতার জন্য সবার আগে চাই সুস্থতা, এরপরে একাডেমিক লেখাপড়া ও সহপাঠ্যক্রমিক শিক্ষার সমন্বিত বাস্তবায়ন। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ সে লক্ষ্য পূরণে অদ্যবধি সচেষ্ট রয়েছে। মাতৃভাষা বাংলায় দক্ষতা অর্জনের পাশাপাশি সার্বজনীন যোগাযোগ দক্ষতা বৃদ্ধির লক্ষে ইংরেজি ভাষা চর্চার প্রতিও সমান গুরুত্ব প্রদান করে আসছে।

বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবাধ প্রবাহের যুগে সে চর্চা থেকেও পিছিয়ে নেই শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা । সমসাময়িক বিশ্বে অত্যন্ত দক্ষতার সঙ্গে নেতৃত্ব দেবার জন্য আত্মনির্ভরশীল নাগরিক গড়ে তোলার লক্ষে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে নিরলস পরিশ্রম করছে একদল তরুণ ও উদ্যমী শিক্ষকমণ্ডলী। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, পৃথিবী সেরা নির্মল বাতাসের শহরে অবস্থিত সবার প্রিয় এই শিক্ষা প্রতিষ্ঠানটি আগামীর বাস্তবতায় সকলের আশা আকাঙ্খার প্রতীকে পরিণত হতে চলেছে। সবার আন্তরিক সহযোগিতায় এ যাত্রা প্রতিনিয়ত গতিশীল হবে ইন-শা-আল্লাহ।

সবার সুস্থতা কামনা করি, প্রত্যাশা করি আমাদের প্রিয় সোনার বাংলাদেশ নিরাপদে থাকুক এবং বিশ্ব নেতৃত্বের আসনে আসীন হোক।

– মো. ইব্রাহীম হোসেন

স্কুলের তথ্যবলী

স্মৃতির অ্যালবাম

অভিভাবকের মতামত

শিক্ষা স্কুলে আমার সন্তান ভর্তি করানোর সিদ্ধান্তটি আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত। শুধুমাত্র পাঠ্যবই নয়, বরং নৈতিক শিক্ষা ও ব্যক্তিত্ব গঠনের দিকটিও এখানে সমান গুরুত্ব পায়। শিক্ষকরা প্রতিটি শিশুকে আলাদাভাবে সময় দেন এবং ডিজিটাল পোর্টালের মাধ্যমে নিয়মিত তার অগ্রগতি সম্পর্কে আমাকে জানানো হয়। এখানে পড়াশোনার পাশাপাশি শিশুর নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে প্রতিষ্ঠানের তৎপরতা দেখে আমি সত্যিই অভিভূত।

মোঃ রফিকুল ইসলাম

(পুত্র ৯ম শ্রেণী)

একজন চিকিৎসক হিসেবে আমি প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা-এর উপর অনেক গুরুত্ব দেই। শিক্ষা স্কুলে ভর্তি হওয়ার পর আমার মেয়ে শুধু মেধাবীই হয়নি, সে নিয়মমাফিক জীবনযাপন ও দায়িত্ববোধ শিখেছে। একাডেমিক ফলাফল উৎকর্ষের পাশাপাশি তারা যে সৃজনশীল ও সহশিক্ষা কার্যক্রম-এর সুযোগ দেয়, তা আমার সন্তানের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক হয়েছে। শিক্ষার পরিবেশটি যত্নস্নেহে পূর্ণ।

ডাঃ সেলিনা আখতার

(কন্যা ৬ষ্ঠ শ্রেণী)

শিক্ষা স্কুলের গুণগত শিক্ষা ও আধুনিক ব্যবস্থাপনা আমাকে আকৃষ্ট করেছিল। অভিভাবক হিসেবে আমি সবচেয়ে বেশি মূল্য দিই স্বচ্ছ যোগাযোগ ব্যবস্থা-কে। স্কুলের ওয়েব পোর্টালের মাধ্যমে আমার সন্তানের উপস্থিতি, পরীক্ষার ফল এবং কোনো ঘাটতি আছে কিনা তা নিয়মিত জানতে পারি। বিশেষ করে এসএসসি পরীক্ষার জন্য তাদের বিশেষ প্রস্তুতিমূলক ক্লাস ও মডেল টেস্ট-এর ব্যবস্থা আমার সন্তানকে আত্মবিশ্বাসী করে তুলেছে। প্রতিষ্ঠানটির প্রতি আমার গভীর আস্থা ও শ্রদ্ধা আছে।

এডভোকেট কামরুল হাসান

(পুত্র ১০ম শ্রেণী)